17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

চলন্ত বাইকে প্রেমিক-প্রেমিকার রোমান্স ভাইরাল, খুঁজছে পু্লিশ

চলন্ত বাইকে প্রেমিক-প্রেমিকার রোমান্স ভাইরাল, খুঁজছে পু্লিশ - the Bengali Times
এ ঘটনায় অনেকে এর কড়া সমালোচনা করেছেন

প্রকাশ্যে রাস্তায় বাইক স্টান্ট- পথচারীদের জন্য যেমন বিপজ্জনক ঠিক তেমনি অন্যান্য চালকের জন্যও। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাস্তায় যুগলদের দ্রুত গতিতে বাইক চালানোর হার অনেক বেড়েছে। তবে নয়াদিল্লির রাস্তায় এবার এক যুগলকে চলন্ত বাইকে রোমান্স করতে দেখা গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, গত ১৬ জুলাই দিল্লির মঙ্গোলপুরিতে আউটার রিং রোড ফ্লাইওভার ঘটেছে এ ঘটনা।

- Advertisement -

ভিডিওতে দেখা যায়, চালকের আসনে এক যুবক। তার সামনে জ্বালানি ট্যাংকে যুবকের দিকে মুখ করে বসে আছেন এক তরুণী। ওই তরুণী যুবককে জড়িয়ে ধরে আছেন। পুরো এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকে এর কড়া সমালোচনা করেছেন। দায়িত্বহীনভাবে এভাবে বাইক চালানোয় দুর্ঘটনা ঘটার ঝুঁকি আছে বলে অনেকে মন্তব্য করেছেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর দিল্লি ট্র্যাফিক পুলিশ লিখেছে, ধন্যবাদ, দিল্লি ট্র্যাফিক পুলিশ অ্যাপে এমন ঘটনা রিপোর্ট করার জন্য জন্য অনুরোধ করা হচ্ছে।

কেউ টুইটারে উল্লেখ করেছেন ওই তরুণী হেলমেট পরেনি, আবার কেউ কেউ দুইজনকে গ্রেপ্তারের কথা বলেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles