9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সব সময় হাত ঘামে, কোনো কঠিন রোগের লক্ষণ নয় তো?

সব সময় হাত ঘামে, কোনো কঠিন রোগের লক্ষণ নয় তো? - the Bengali Times
সংগৃহীত ছবি

গরমে হাত ঘামার বিষয়টি স্বাভাবিক। তবে বছরের অন্যান্য সময়ও যদি এটি দেখা যায় তাহলে আপনাকে সতর্ক হতে হবে। অনেক ক্ষেত্রে এসিতে থাকলেও এ সমস্যা দেখা যায়।

যাদের হাত ঘামার সমস্যা রয়েছে, আজই তাদের সতর্ক হওয়া দরকার। এ ছাড়া অতিরিক্ত হাত ঘামলে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। তবে ঠিক কী কারণে হাত ঘামে ও এটি কোনো কঠিন রোগের লক্ষণ নয় তো? চলুন জেনে নিই সে সম্পর্কে-

- Advertisement -

ডায়াবেটিস
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ঘামে। তাই দীর্ঘদিন ধরে হাতের তালু ঘামলে আপনি ডায়াবেটিসে আক্রান্ত কি না একবার পরীক্ষা করে দেখে নিন।

থাইরয়েড
অনেক সময় থাইরয়েডের সমস্যাতেও হাতের তালু ঘামে। তাই থাইরয়েডের সমস্যায় ভুগছেন কিনা পরীক্ষা করে জেনে নিন।

হৃদরোগ
হাতুর তালু ঘামা হৃদরোগের লক্ষণ ইঙ্গিত হতে পারে। তবে এক্ষেত্রে সারা বছর হাতের তালু ঘামে না।

ব্যাকটেরিয়া সংক্রমণ
হাতের তালুতে নানা ধরনের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হতে পারে। এ কারণেও আপনার অতিরিক্ত হাত ঘামতে পারে। এ জন্য বার বার হাত ধোয়ার অভ্যাস করুন। এ ছাড়া হাত ঘামলেই মুছে ফেলুন।

- Advertisement -

Related Articles

Latest Articles