2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গিনেস রেকর্ড করতে টানা সাত দিন কেঁদে যে পরিণতি হল যুবকের!

গিনেস রেকর্ড করতে টানা সাত দিন কেঁদে যে পরিণতি হল যুবকের! - the Bengali Times

গিনেস বুকে নাম তুলে কৃতিত্ব স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে আংশিক দৃষ্টিশক্তি হারালেন নাইজেরিয়ার এক যুবক।

- Advertisement -

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম টেম্বু এবেরে। তিনি নাইজেরিয়ার বাসিন্দা। জোর করে চোখে পানি আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিলেন তিনি। আর তা করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান যে, তিনি সব কিছুই অস্পষ্ট দেখছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কে দীর্ঘতম সময় কাঁদতে পারেন, তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিলেন নাইজেরীয় ওই যুবক।

ওই যুবক পরে জানান, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। মাথাতেও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। এখন অবশ্য সুস্থই রয়েছেন। চোখ নিয়েও কোনও সমস্যা নেই।

এত কিছুর পরেও হাল ছাড়তে রাজি হননি তিনি। জানিয়েছিলেন কৌশল বদলে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করবেন। কিন্তু প্রতিযোগিতার আয়োজকেরা তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে জানিয়ে দেন যে, তাকে ওই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হচ্ছে।

কীর্তি স্থাপন করে গিনেস বুকে নাম তোলার এই হুজুগ অবশ্য নাইজেরিয়ায় নতুন কিছু নয়। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে কিছু দিন আগেই এক ব্যক্তি টানা ১০০ ঘণ্টা ধরে রান্না করে প্রচারের আলোয় এসেছিলেন।

সূত্র: ডেইলি মেইল, বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles