0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

এবার চালু হচ্ছে ‘খেলা হবে’ প্রকল্প

এবার চালু হচ্ছে ‘খেলা হবে’ প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের মঞ্চের সামনে কলকাতাসহ বিভিন্ন জেলা থেকে তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীরা হাজির হয়েছেন। এই কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে বার্তা দিতে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সমাবেশস্থল থেকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূল দলনেত্রী জানান, খুব শিগগিরই বাংলার নিজস্ব টাকায় ১০০ দিনের কাজের একটি প্রকল্প শুরু করা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হবে ‘খেলা হবে’।

- Advertisement -

এ ছাড়া সভামঞ্চ থেকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব মমতা। তার অভিযোগ, চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু চারিদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি।

বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেও কথা বলেছেন মমতা। তার কথায়, ‘আমি চ্যালেঞ্জ নেওয়া লোক। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। ত্রিপুরায় রথযাত্রায় ২৬ জন মারা গেলেন। ট্রেন দুর্ঘটনায় কতো মানুষ মারা গেলেন। নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন। আমি কিন্তু কিছু বলিনি। মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের নারীদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা করা উচিত।’

এদিন মমতা বলেন, ‘ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles