9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

টরন্টোতে বাংলা টাউন

টরন্টোতে বাংলা টাউন - the Bengali Times
ড্যানফোর্থের মেইন স্ট্রিট থেকে ফার্মেসি অ্যাভিনিউ পর্যন্ত স্থানটিকে বাংলা টাউন হিসেবে স্বীকৃতি দিয়েছে টরন্টো সিটি কর্পোরেশন

কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থের মেইন স্ট্রিট থেকে ফার্মেসি অ্যাভিনিউ পর্যন্ত স্থানটিকে ‘বাংলা টাউন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে টরন্টো সিটি কর্পোরেশন।

কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার (২১ জুলাই) আনুষ্ঠানিক জায়গাটিকে বাংলা টাউন হিসেবে ঘোষণা দেন বিচ-ইস্ট ইয়র্ক এলাকার কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড।

- Advertisement -

ব্র্যাডফোর্ড ছাড়াও এই প্রচেষ্টার পেছনে আরও একজনের অবদান আছে, তিনি পাশের এলাকার কাউন্সিলর গ্যারি বেকফুট।

এ সময় উপস্থিত ছিলেন, আলম শামসুল সৈয়দ, কফিলউদ্দিন পারভেজ, শক্তি দে, আবুল আজাদ, শামসুস দোহা প্রমুখ।

কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, এটা একটা বড় অর্জন।
উল্লেখ্য, নব ঘোষিত বাংলা টাউনের পাশে ড্যানটোনিয়া পার্কেই রয়েছে টরন্টোর স্থায়ী শহীদ মিনার।
এদিকে রাতে একদল লোক বাংলা টাউনের ব্যানার খুলে ফেলে। তাদের একজন ইত্তেফাককে জানায়, এটা খুবই আনন্দের, তবে এই ব্যানার লাগায় মাত্র কয়েকজন স্থানীয় লোক। এটি কমিউনিটির সবাইকে নিয়ে উদ্বোধন করা উচিত ছিলো।

- Advertisement -

Related Articles

Latest Articles