12 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

নেত্রকোনা-৪ আসনেও ভোট করবেন হিরো আলম?

নেত্রকোনা-৪ আসনেও ভোট করবেন হিরো আলম? - the Bengali Times
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
Advertisement

রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

- Advertisement -

এসময় গণমাধ্যমকর্মীরা জানতে চান সামনে নেত্রকোনা-৪ আসনের নির্বাচন। আপনি কি সেখানেও ভোট করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। আমি কেন। আমি ঢাকা শহরে থাকি ঢাকা শহরে নির্বাচন করব।’

তিনি আরও বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটে নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম সেখান মার খেলাম, আবার এখানে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।

এদিকে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয়ী হন।

- Advertisement -

Related Articles

Latest Articles