
মিথিলা ফাইল ছবি
‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেয়া হয় মিথিলাকে। ‘মাই শেলফ অ্যালন স্বপন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান অভিনেত্রী।
‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে মিথিলা।
মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেন মিথিলা।
একই পুরস্কার জেতার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলও। তিনি ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর অ্যাওয়ার্ড পান।