11 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

বর্ধিত চাহিদা মেটাতে কানাডায় বিনিয়োগ বাড়াচ্ছে কোকা-কোলা

বর্ধিত চাহিদা মেটাতে কানাডায় বিনিয়োগ বাড়াচ্ছে কোকা-কোলা - the Bengali Times

কোকা-কোলা কানাডা বোটলিং লিমিটেড গ্রেটার টরন্টো এরিয়ার দুটি এবং মন্ট্রিয়লের একটি কারখানায় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আরও ৩৫ মিলিয়ন (৩ কোটি ৫০ লাখ) ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে কোকা-কোলা।

- Advertisement -

বর্ধিত চাহিদা মেটাতে কোম্পানিটি ১ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করবে ওয়েস্টন প্লান্টে নতুন যন্ত্রপাতি স্থাপনে। ২০২১ সালের প্রথম প্রান্তিকেই যন্ত্রপাতি বসানোর কাজ শুরু হবে এবং বসন্ত নাগাদ পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

কোক কানাডা বোটলিং জানিয়েছে, অন্টারিওর ব্র্যাম্পটনের বোতলজাত কারখানায়ও ১ কোটি ২৮ লাখ ডলার বিনিয়োগ করবে তারা। প্রকল্পটি নতুন কর্মসংস্থানও তৈরি করবে এবং গ্রীষ্মে পুরোপুরি উৎপাদন শুরু হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles