2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আরো এক ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু ডেঙ্গুতে, তিনিও ছিলেন অন্তঃসত্ত্বা

আরো এক ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু ডেঙ্গুতে, তিনিও ছিলেন অন্তঃসত্ত্বা - the Bengali Times
সকালে মারা যান এম নাজিয়া সুলতানা বামে গত রবিবার মারা যান কান্তা বিশ্বাস ডানে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কান্তা বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৩ জুলাই) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

তিনি আরো বলেন, কান্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আড়াই বছরের একটি কন্যাশিশু রয়েছে। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
মৃত্যুর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা (ডব্লিওটিও উইং) মৃত্যুবরণ করেন। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিসিএস ৩০তম ব্যাচের এই কর্মকর্তাও আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles