10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যে দক্ষিণী অভিনেতার ভক্ত ধোনির স্ত্রী

যে দক্ষিণী অভিনেতার ভক্ত ধোনির স্ত্রী
ফাইল ছবি

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের বড় ভক্ত ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তিনি বলেছেন, আল্লু অর্জুনের সব সিনেমাই আমি দেখেছি। সবগুলো মানে সবগুলোই।

তিনি আরও বলেন, এসব সিনেমা তখন নেটফ্লিক্স বা হটস্টারে ছিল না। সবগুলোই ইউটিউবে রয়েছে। গোল্ডমাইন প্রোডাকশন্স তেলেগু সিনেমা হিন্দি ভাষায় ডাবিং করে। সুতরাং আল্লু অর্জুনের সিনেমা দেখে দেখে বড় হয়েছি। আমি তার বড় একজন ভক্ত। খবর ইন্ডিয়া টুডের।

- Advertisement -

চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন ধোনি এবং তার স্ত্রী। ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘লেটস গেট ম্যারিড’ সিনেমা। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে এটি।

সিনেমার মুক্তি উপলক্ষ্যে সোমবার হায়দরাবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাক্ষী এসব কথা বলেন।

‘লেটস গেট ম্যারিড’ সিনেমাটি রমেশ থামিমানি নির্মিত। অভিনয় করেছেন— হরিষ কল্যাণ, ইভানা, নাদিয়া প্রমুখ।

গুঞ্জন রয়েছে এ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে এমএস ধোনিকে।

- Advertisement -

Related Articles

Latest Articles