9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘প্রথমে বর বদল, তারপর দল বদল’

‘প্রথমে বর বদল, তারপর দল বদল’
শ্রাবন্তী চ্যাটার্জি

সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন শ্রাবন্তী চ্যাটার্জি। খোলামেলা পোশাকে হাজির হওয়া থেকে শুরু করে তার প্রেম-বিয়ে নিয়ে বরাবরই কটাক্ষের শিকার হন এ নায়িকা। ফের নেগেটিভ মন্তব্যের মুখে পড়লেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সোমবার ( ২৪ জুলাই) উত্তম কুমারের জন্মদিনে পাঁচ অভিনেতার হাতে তুলে দেওয়া হয় ‘মহানায়ক’ সম্মান। যেখানে শ্রাবন্তী ছাড়াও নাম রয়েছে শুভশ্রী গাঙ্গুলী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা ব্যানার্জী ও অঙ্কুশ হাজরার।

- Advertisement -

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘অধ্যবসায়ের দাম… বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত… এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে। ধন্যবাদ ঈশ্বর।’

মন্তব্যের ঘরে তার রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে টেনে এনে একাংশ ছাড়লেন না কটাক্ষ করার সুযোগ। একজন লিখলেন, ‘প্রথমে বর বদল, তারপর দল বদল’। আরেকজন লিখলেন, ‘গতবার বিধানসভা ভোটের আগে তুমি মমতার নামে আর মমতা তোমার নামে কী কী কথা বলেছিল মনে আছে?’

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। ওই সময়ে মমতাকে উদ্দেশ্য করে এক টুইটে শ্রাবন্তী লিখেছিলেন, ‘যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কী? আম্ফানের ঝড়ে উড়ে গেছে চাল। কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্তদের হাতে। এটাই পিসির উন্নয়ন।’

বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন শ্রাবন্তী। পরে এক টুইটে বিজেপি ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles