16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

২৫০ রুপির ‘এক’ লটারিতে ১০ কোটি জিতলেন তারা ১১ জন!

২৫০ রুপির ‘এক’ লটারিতে ১০ কোটি জিতলেন তারা ১১ জন! - the Bengali Times

তারা এগারো জন কাজ করেন স্থানীয় পৌরসভার প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ ইউনিটে। ভারতের কেরালা রাজ্যের এই ১১ নারী মিলে কিনেছিলেন ২৫০ রুপির একটি লটারির টিকেট।

- Advertisement -

আর তাতেই হয়েছে বাজিমাত। আড়াইশ রুপির টিকেট তাদের জিতিয়ে দিয়েছে ১০ কোটি রুপির জ্যাকপট।

হারিথা কর্ম সেনা নামক একটি সংস্থার সদস্য এই ১১ নারী।

তাদের কারোরই একার পক্ষে শখ করে কিংবা নিজের ভাগ্য পরীক্ষার জন্য ২৫০ টাকার একটি লটারির টিকেট কেনার সামর্থ্য নেই। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই মিলে একটা টিকেট কিনবেন। প্রত্যেকে তাই দিয়েছিলেন ২৫ রুপি করে।

আর সেই সমন্বিত চেষ্টাতেই তাদের ভাগ্য খুলে গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

- Advertisement -

Related Articles

Latest Articles