2.8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

নার্গিস ফাখরির ফ্ল্যাটে ‘ভুতুড়ে’ কাণ্ড

নার্গিস ফাখরির ফ্ল্যাটে ‘ভুতুড়ে’ কাণ্ড - the Bengali Times
নার্গিস ফাখরি

‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে নাম লিখিয়েছিলেন নার্গিস ফাখরি। এরপর একাধিক ছবিতে দেখা গেছে তাকে। ‘রকস্টার’-এর সাফল্যের পর বাড়ি খুঁজতে শুরু করেন অভিনেত্রী। মুম্বাইতে তেমন কেউ পূর্বপরিচিতি ছিল না নার্গিসের।

পরে বান্দ্রার অভিজাত এলকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। তবে সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই একের পর এক অপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে অভিনেত্রীর সঙ্গে।

- Advertisement -

এবার জানা গেল এই অভিনেত্রী মুম্বাইয়ে থাকালীন ভৌতিক ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেখানে তাকে সহ্য করতে হয়েছে যত ভুতুড়ে কাণ্ড। সেই ভাড়া বাড়িতে পাওয়া গিয়েছিল ছয়টি মৃত পাখি।

রাতে ঘুমাতে পারেতেন না নার্গিস, শুধু অদ্ভুত সব স্বপ্ন দেখতেন। নার্গিসের কথায়, ‘স্বপ্নে এক ছয় ফুট লম্বা পুরুষকে দেখতাম। যে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে। সেখানে সে মাংস খেত ও আমাকে খাওয়ার জন্য বাধ্য করত। রাতের পর রাত এই এক স্বপ্ন।’

বাধ্য হয়ে ওই ফ্ল্যাট ছেড়ে দেন নার্গিস। আসবাবপত্রও রেখে আসেন। পরে জানতে পারেন তিনি চলে আসার পর ওই বাড়ির আলমারি থেকে ছয়টি মৃত পাখি উদ্ধার করা হয়েছে। তবে এসবের কোনো কারণ খুঁজে পাননি অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles