6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘অনেকেই আমার সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন’

‘অনেকেই আমার সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন’ - the Bengali Times
মডেল অভিনেত্রী সানাই মাহবুব

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব অনেকটা বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলেন। তবে এখন তিনি মিডিয়ায় আবারো নিয়মিত হচ্ছেন বলে জানিয়েছেন।

সাড়ে তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সানাই। অতীত জীবন ভুলে আবারো শোবিজের কাজে ফিরছেন তিনি।

- Advertisement -

এ প্রসঙ্গে সানাই বলেন, অনেকটা সময় পার হয়েছে। বদলেছে অনেক কিছু। নতুন করে সব শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই কাজে ফিরছি।

তিনি আরো বলেন, আপনারা জানেন, আমি বার বার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি- আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে মেরে ফেলার হুমকি দেয়া হতো। বলা হতো- আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।

সানাই বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে কাজ পেতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। আশা করি, এখনো খুব একটা সমস্যা হবে না। এমন নয় যে, আমাকে কেউ চেনে না। আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles