6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

দুবাই শেখের ‘হামজিলা’ গাড়ি ভাইরাল

দুবাই শেখের ‘হামজিলা’ গাড়ি ভাইরাল
ছবি সংগৃহীত

ভাইরাল হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের দৈত্যাকার গাড়ির ছবি। ‘হামজিলা’ ডাক নামের গাড়িটি বানানো হয়েছে একটি স্পোর্টস কারের আদলে।

দাবি করা মূল স্পোর্টস কারের তুলনায় এটি তিনগুণ বেশি বড়।

- Advertisement -

রাস্তায় এমন দৈত্যাকার গাড়ি দেখে অনেকেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন নানা সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেও খুব একটা সময় লাগেনি।

শেখ হামাদ দুই হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক। এমন অনেক গাড়ি আছে তার সংগ্রহে। বিশ্ব রেকর্ড বইয়ে নাম লেখানো বেশ কিছু গাড়িও আছে তার সংগ্রহে। সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ চারটি জাদুঘরে তার গাড়ির সংগ্রহগুলো রাখা আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles