কোভিড-১৯ মহামারির কারণে নজিরবিহীন বাজেট ঘাটতির মুখে পড়েছে টরন্টো। তারপরেও ব্যয় না কমিয়ে সেবার মান ধরে রাখতে বদ্ধপরিকর সরকার। টরন্টোর মেয়র জন টরি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেবা কমিয়ে আনার সময় এটা নয় এবং বড় পরিসরে কর বাড়ালে নাগরিকদের জন্য তা সামলানো কঠিন হবে। কোভিড-১৯ এর বিরুদ্ধে টরন্টো সামনের সারিতে রয়েছে।
নগরীর ২০২১ সালের বাজেট নিঃসন্দেহে টরন্টোর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট হবে। করোনাভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় বড়সড় বিনিয়োগের ওপর জোর দিয়ে আসছেন মেয়র।
জন টরি বলেন, এ বছর ১৩০ কোটি ডলারের বাজেটের অর্থই হলো আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি, যা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেবে। অবকাঠামো খাতে বিনিয়োগ নিশ্চিত করাটাও জরুরি। দীর্ঘদিন ধরে এ বিনিয়োগ আমরা বন্ধ রেখেছি। এর মূল্য তো আমাদের দিতেই হবে।