9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

চিকিৎসার নামে কিশোরকে বলির অভিযোগ, ওড়িশায় গ্রেপ্তার নারী পুরোহিত

চিকিৎসার নামে কিশোরকে বলির অভিযোগ, ওড়িশায় গ্রেপ্তার নারী পুরোহিত

এবার নরবলির অভিযোগ ভারতের ওড়িশায়। অভিযুক্ত এক নারী পুরোহিত। ১৪ বছর বয়সী অসুস্থ ছেলের রোগ সারাতে আশ্রমের নারী পুরোহিতের দ্বারস্থ হয়েছিলেন মা। অভিযোগ, রোগ সারানোর নাম করে ওই কিশোরকে বলি দেওয়া হয়েছে।

- Advertisement -

এ ঘটনায় ওই নারী পুরোহিত ও তার তিন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ওড়িশার তুসারা গ্রামের। অভিযুক্ত নারী পুরোহিতের নাম ঋতাঞ্জলি বাগ। বাসন্তী নামের এক নারী তার অসুস্থ ছেলে সঞ্চিত বিসওয়ালকে নিয়ে ঋতাঞ্জলির দ্বারস্থ হন।

আচার-অনুষ্ঠান করে রোগ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পুরোহিত। ২২ জুলাই ঋতাঞ্জলির আশ্রমে ছেলেকে নিয়ে যান বাসন্তী।

বাসন্তীর অভিযোগ, রাতে পুজোপাঠের পর ছেলেকে ও তাকে আলাদা ঘরে শুতে দেওয়া হয়। পরদিন সকাল থেকেই ছেলে নিখোঁজ।

আশ্রমের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান বাসন্তী। যদিও পুলিশ সে কথা কানে তোলেনি। ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। তারা নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এর পরই সঞ্চিতের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত জঙ্গল থেকে তার পচা-গলা দেহ উদ্ধার হয়। যদিও দেহের নিচের অংশ মেলেনি। যা জানার পর আরেক দফা উত্তেজনা তৈরি হয় এলাকায়। রাস্তা অবরোধ করে স্থানীয়রা। প্রশাসন দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

সূত্র : সংবাদ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles