2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রেমিকার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিচ্ছেদ

প্রেমিকার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিচ্ছেদ - the Bengali Times

সাবেক প্রেমিকার সঙ্গে দি পল ছবি সংগৃহীত

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল বান্ধবী টিনি স্টোসেলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের। সেই গুঞ্জন সত্যি করে এবার আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানলেন দি পল ও টিনি।

এর আগে দীর্ঘদিন ধরে দুজনের একসঙ্গে ছবি না দেখে তাদের মধ্যকার শীতল সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে কানাঘুষা শুরু হয়। পরে বিচ্ছেদ নিয়ে লেখা একই বার্তা তারা নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার ভক্তদের উদ্দেশে শেয়ার করেছেন।

- Advertisement -

কিছু দিন আগে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি পল জানিয়েছিলেন, সব কিছু স্বাভাবিক এবং তারা এখনো একসঙ্গে আছেন। ওই সময় তার প্রেমিকা টিনি নিজের খারাপ সময় কাটানো নিয়ে একটি টুইট করেন। যেখানে সহমর্মিতা জানিয়ে তার পাশে থাকার কথা জানান দি পল। ওই টুইটে টিনি লিখেন, ‘তিন সপ্তাহ আগে পাথরের আঘাত পাই। এর পর থেকে বিছানা থেকেও উঠতে পারছি না। একই সঙ্গে ব্যক্তিগত কিছু কারণেও আমি বেশ মর্মাহত।’

পরে সেখানে মন্তব্য করেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা দি পল, ‘সাহসী পদক্ষেপে যে কোনো ধরনের বাধা পেরোনোয় তোমার জন্য আমি অনেক গর্বিত ও খুশি। সফলতা সবসময় তোমার সঙ্গে থাকুক। আমি তোমাকে ভালোবাসি।’

- Advertisement -

Related Articles

Latest Articles