11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
র‌্যাপ গায়িকা লিজ্জো

যু্ক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ গায়িকা লিজ্জো। পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ডও। এই র‌্যাপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার সাবেক তিন সহপাঠী। তাদের দাবি, লিজ্জো কাছে তারা যৌন, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের স্বীকার হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগীরা গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিস ট্যুরিং অধিকর্তা এবং তার নৃত্যদলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

- Advertisement -

অভিযোগকারীরা হলেন— নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ, এবং ক্রিস্টাল উইলিয়ামস।

বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি গায়িকা লিজ্জো।

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নৃত্যশিল্পীদের ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল।

লিজ্জোর প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, আমস্টারডামের একটি নাইটক্লাবে একজন অভিনয়শিল্পীর স্তন স্পর্শ করার জন্য চাপ দিয়েছিলেন মিসেস ডেভিসকে।

- Advertisement -

Related Articles

Latest Articles