0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

রাজি না হওয়ায় জেলে তরুণী…

রাজি না হওয়ায় জেলে তরুণী… - the Bengali Times
শাহার পিরেটস

সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় শাহার পিরেটস নামে এক ইসরায়েলি তরুণীকে তিনবার জেল খাটতে হয়েছে। ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন। তবে অনেক ইসরায়েলি রয়েছেন, যারা শারীরিক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এ ক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেওয়ার যে কারণ দেখিয়েছেন, সেটি সচরাচর অন্যরা দেখাতে যান না।

বিবিসিকে শাহার বলেন, ‘গাজা এবং পশ্চিমতীরে লাখ লাখ মানুষের ওপর অত্যাচার চালায় সেনাবাহিনী। কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারে, তবে এতে আমার কিছু আসে যায় না। ইসরায়েলি দখলদারিত্ব আমার পছন্দ না।’

- Advertisement -

Related Articles

Latest Articles