12.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ললিত মোদীর সঙ্গে প্রেম ঝড় উড়িয়ে সুস্মিতার ‘সিঙ্গল’ ঘোষণা

ললিত মোদীর সঙ্গে প্রেম ঝড় উড়িয়ে সুস্মিতার ‘সিঙ্গল’ ঘোষণা - the Bengali Times
সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন

সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন দীর্ঘ সময় বলিউড পাড়ায় ঝড় তুলেছেন। তবে ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ের মুখোমুখি হয়েছেন। তার জীবনে একাধিক বার প্রেম এসেছে তবে কখনও বিয়ের পিঁড়ি বেছে নেননি। নিজের মতো জীবনযাপন করেছেন। দত্তক নিয়েছেন দুই মেয়েকে। তবে ‘সিঙ্গল মাদার’ সুস্মিতা এবার ব্যক্তি জীবনে নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর- আনন্দবাজারের।

- Advertisement -

এদিকে সম্প্রতি ধনকুবের ললিত মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল কম ঘোলা হয়নি। হাজারো কটাক্ষের তীর এসেছিল তার দিকে। রাতারাতি ‘গোল্ড ডিগার’ (টাকার লোভী) তকমাও জোটেছিল সুস্মিতার কপালে। ঠিক এক বছর পর সব কটাক্ষের জবাব দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে নিন্দুকদের কড়া জবাব দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এটা ভাল লাগে যে ‘গোল্ড ডিগার’ শব্দের যথার্থ ব্যবহার আমাকে দিয়ে করা হয়েছে।’

তিনি বলেন, ‘অপমান তখনই অপমান হয়, যখন তা গ্রহণ করা হয়। নয়তো এটা জানলা দিয়ে বেরিয়ে যাবে। কিছু বিষয়ে কথা বলার জন্য অধিকার কারও নেই। আমি এখন ভীষণ ভাবে ‘সিঙ্গল’।’
t
ললিত মোদীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সুস্মিতা বলেন, ‘যখন এই বিষয়টা নিয়ে সত্যি আমি কথা বলতে চাইলাম, এক দীর্ঘ পোস্টও করলাম, তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বললেন, ‘সুস্মিতা তো এমন নয়! আমরা তোমাকে চিনি, তোমার এই বিষয়টি কিছু ইবলারই প্রয়োজন ছিল না।’

আমি তো এমনভাবে বেড়ে উঠিনি যে কোনও সমস্যা হলেই সব উগরে দেব। আমি সময় নিয়ে বোঝার চেষ্টা করি।

এদিকে ৪৭ পা দেওয়া এই অভিনেত্রী আবারও ফিরছেন পর্দায়। খুব শিগগির ‘তালি’ সিনেমায় রূপান্তরকামী নারী গৌরী শিন্ডের চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles