কানাডায় স্থায়ীভাবে বসবাস করা প্রবাসীদের কাছে বাড়ি বা এপার্টমেন্ট(যা কানাডায় কন্ডো নামে পরিচিত) একটা স্বপ্ন। শুধু একটা নিজের থাকার জায়গা হিসেবেই নয় এটা একটা বিনিয়োগও বটে।
অনেকেই মনে করেন, এই সম্পদ কোন সময়ে বিক্রী করলেও সে থেকে লাভ পাওয়া যায়। সেই অর্থে এটা একটা ভাল বিনিয়োগ। টরন্টোর অর্থনীতিতেও রিয়েল এস্টেটের ভূমিকা অনেকখানি। গেল পাঁচ বছরে নানা কারণে টরন্টোতে বাড়ির দাম আস্তে আস্তে বেড়েছে।
কানাডায় এখন কোভিড মহামারি প্রকট আকার ধারণ করলেও গ্রেটার টরন্টো এলাকায় বাড়ির দাম বাড়ছে হু হু করে। স্কারবোরো এরিয়াতে অর্ডিনারি বাংলোবাড়ি গড়ে এক মিলিয়ন ডলার মূল্যে বিক্রি হচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট তুলনামূলকভাবে কম হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়িতে বিনিয়োগের প্রতি।