-1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

গভীর রাতে বসকে কর্মীর মেসেজ, ‘আমি মদ খেয়েছি’

গভীর রাতে বসকে কর্মীর মেসেজ, ‘আমি মদ খেয়েছি’
ছবি সংগৃহীত

মদপান করে প্রাক্তন প্রেমিকাকে মেসেজ পাঠানোর ঘটনা নতুন নয়। কিন্তু অফিসের বসকে মেসেজ পাঠানোর ঘটনা নতুনই বলা চলে। এবার তেমনই একটা ঘটনার কথা জানা গেল ভারতে। মধ্যরাতে মদপান করে নিজেকে সামলাতে পারলেন না এক প্রতিষ্ঠানের কর্মী।

হোয়াটসঅ্যাপে তিনি লিখলেন, ‘বস, আমি মদ খেয়েছি। কিন্তু আমার এটা আপনাকে বলতেই হবে। আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার থেকেও একজন ভালো ম্যানেজার পাওয়া আরও কঠিন। এ ব্যাপারে আমি অত্যন্ত সৌভাগ্যবান। তাই নিজেকে মূল্য দিন। ’

- Advertisement -

কর্মীর পাঠানো এই মেসেজের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন বস সিদ্ধান্ত। আর ক্যাপশনে লিখেছেন, ‘মদ খেয়ে প্রাক্তন মেসেজ করলে ঠিক আছে, কিন্তু এরকম ড্রাঙ্ক টেক্সট কি কখনও পেয়েছেন?’ তবে ওই কর্মীর নাম প্রকাশ করেননি তিনি।

এদিকে মদপান করে বসকে পাঠানো মেসেজ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বস যে সত্যিই এত ভালো হতে পারেন, জানা ছিল না।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি কর্মী হিসেবে সব সময় অযোগ্য বস পেয়েছি। একজন ভালো বস হওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওই কর্মীর আনন্দটা আমি নিজেও অনুভব করতে পারছি।’

শুধু তাই নয়, নেটিজেনদের মধ্যে কেউ কেউ সিদ্ধান্তের অধীনে কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন। আর সেটাই যেন স্বাভাবিক। সিদ্ধান্ত যে বস হিসেবে একেবারেই আলাদা, কর্মীর পাঠানো মেসেজেই তা প্রমাণিত।

- Advertisement -

Related Articles

Latest Articles