9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি, মাকে প্রতিদিন নিয়ে যান ছেলে

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি, মাকে প্রতিদিন নিয়ে যান ছেলে - the Bengali Times
নাওদা আল কাহতানি

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছেন সৌদি আরবের এক নারী। তার নাম নাওদা আল-কাহতানি। তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমে উমওয়াহ গভর্নরেটের আল-রাহওয়া সেন্টারের সহায়তায় স্কুলে ভর্তি হয়েছেন।

কাহতানির চার সন্তান রয়েছে। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর এবং সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০ বছর।
কয়েক সপ্তাহ আগে নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর তিনি স্কুলে ভর্তি হন। তার সাথে আরও ৫০ জন ভর্তি হয়েছেন। স্কুলটিতে সব বয়সের শিক্ষার্থীকে বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়।

- Advertisement -

আল-কাহতানি জানান, পড়াশোনা শেখা তার জীবনকে বদলে দিয়েছে এবং তিনি পাঠগুলো উপভোগ করছেন।

তিনি বলেন, পড়াশোনায় ফিরে আসার কথা চিন্তা করা একটি কঠিন বিষয় ছিল বিশেষ করে যখন আমার বয়স ১০০ বছরের বেশি। আরও আগে এই সুযোগ না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তার ছেলে মোহাম্মদ বলেছেন, ‘তিনি প্রতিদিন সকালে তার মাকে স্কুলে নিয়ে যান এবং ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করেন। তিনি খুশি এবং গর্বিত যে তার মা প্রতিদিন নতুন কিছু শিখছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles