
জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়ে সমালোচনার শীর্ষে থাকেন তিনি।
অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করেছেন লাখো-কোটি মানুষকে। সিনেমার পাশাপাশি তিনি ভক্তদের সামনে প্রায়ই হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, সোনালি রঙের ড্রেসে জয়ার ওপর থেকে যেন নজর সরানো যাচ্ছিলো না। কখনো সোফায় বসে ছিলেন, আবার কখনো জানালার বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন- ‘এখন আমি বুঝতে পারছি, কেন তোমার ওপর আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যেই একই অন্ধকার ছিল।’
জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। কারো প্রশ্ন- ‘কাকে মিস করছেন অভিনেত্রী?’ কেউ লিখেছেন- ‘বয়সের ছাপ এখনো বোঝা যায় না’। কেউ আবার নায়িকার সৌন্দর্যের প্রশংসা করে গেছেন।