9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘অনৈতিক সুবিধাই যদি চেয়ে থাকি, সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন?’

‘অনৈতিক সুবিধাই যদি চেয়ে থাকি, সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন?’
আরশ খান ও রুকাইয়া জাহান চমক

‘আমি যদি তার কাছে অনৈতিক সুবিধাই নেওয়ার চেষ্টা করে থাকি তাহলে সে আমাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে এল কেন? রুকাই চমকা আমার ভালো বন্ধু, তার সঙ্গে আমার কনো ঝামেলাই হয়নি। কিন্তু যখন বাবার বয়সী একজন শিল্পীকে কেউ অপমান করে তখন সেটার প্রতিবাদ করা আমার জন্য কর্তব্য।’

এমনটাই বলছিলেন অভিনেতা আরশ খান। একটি নাটকের শুটিং ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নির্মাতা আদিব হাসান ও অভিনেতা আরশ খান।
যে ঘটনা গড়ায় থানা পর্যায়েও। তবে এরই মধ্যে বন্ধু-সহশিল্পী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল’ বলে সংবাদমাধ্যমে অভিযোগ তুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

- Advertisement -

এই অভিযোগের জবাবেই আরশ খান কালের কণ্ঠকে এমন বক্তব্য দিলেন। তিনি বলেন, ‘যেদিন ঘটনা ঘটে, তার আগেরদিন আমাকে আমার বাসায় ড্রপ করে দেয় চমক।
তাঁর কাছে আমি যদি কোনো অনৈতিক সুবিধা চেয়ে থাকি তাহলে সে আমাকে বাসায় পৌঁছে দিল কেন? সবচেয়ে বড় কথা আমার সঙ্গে সে যোগাযোগ রাখল কেন? পরেরদিন শুটিংয়ে এলো কেন? অন্তত সবাই বুঝতেছে ঘটনাটা কী!’

জানা গেছে, উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে আদিব হাসানের পরিচালনায় ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল গত শুক্রবার (৪ আগস্ট)। নাটকের অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম, আরশ খান ও রুকাইয়া জাহান চমক। শুটিং চলাকালে প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী চমক। এ নিয়ে নির্মাতা আদিব প্রতিবাদ করলে সেট ছেড়ে চলে যেতে উদ্যত হন চমক।

- Advertisement -

Related Articles

Latest Articles