8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘কে বা কারা এমন খবর ছড়িয়েছে আমি জানি না, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা’

‘কে বা কারা এমন খবর ছড়িয়েছে আমি জানি না, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা’ - the Bengali Times
ছবি সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান— গতকাল এমন খবর ছড়িয়েছে। কিন্তু এ খবরে বিব্রত জায়েদ খান। খবরটি ‘মিথ্যা ও গুজব’ বলে দাবি করেছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘খবরটি আমি দেখেছি। আমি নিজেই অবাক হয়েছি৷ কে বা কারা এমন খবর ছড়িয়েছে আমি জানি না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

- Advertisement -

নাম ঠিক না হওয়া এ সিনেমা তাজু কামরুল পরিচালনা করবেন বলে শোনা যায়। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘আমি পরিচালক তাজু কামরুলকে ফোন করেছিলাম, তিনিও বিষয়টি জানেন না। আমি মনে করি, কিছু মানুষ আলোচনায় থাকতে এসব গুজব ছড়ান।’

নতুন কাজ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ভালো কিছু কাজের কথা হচ্ছে। সেসব কাজের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ফাইনাল হলে সবাইকে জানাব।’

এ বিষয় পরিচালক তাজু কামরুল বলেন, ‘জায়েদ খান ও সায়ন্তিকাকে নিয়ে যে খবর বেরিয়েছে, ওভাবে আমি কোথাও বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়। আর প্রযোজক তো দেশের বাইরে আছেন। কোথা থেকে কী নিউজ হলো, বুঝলাম না।’

- Advertisement -

Related Articles

Latest Articles