6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘বাবা-মায়ের অনুমতি নিয়েই ঘনিষ্ট দৃশ্য করেছি’

‘বাবা-মায়ের অনুমতি নিয়েই ঘনিষ্ট দৃশ্য করেছি’ - the Bengali Times
বৈষ্ণবী চৈতন্য

চলতি বছরের ১৪ জুলাই মুক্তি পেয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘বেবি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য ও আনন্দ দেবরকোন্ডা। সাই রাজেশ নীলম নির্মিত সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসিত হচ্ছে। এ সিনেমায় বৈষ্ণবী চৈতন্যর চুম্বন ও বেডরুম দৃশ্য রয়েছে। যা নিয়ে চলছে জোর সমালোচনাও। এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সূত্র: টিভি নাইন, হিন্দুস্থান টাইমস

বৈষ্ণবী চৈতন্য বলেন, ‘পরিচালক সাই রাজেশ যখন আমার চরিত্র ও বেডরুম দৃশ্যের বিষয়ে বলেন, তখন আমি ভয় পেয়েছিলাম। ভাবছিলাম, সেটের মধ্যে এই দৃশ্যে কীভাবে অভিনয় করব? কীভাবে এটি বের করে আনব? আর দর্শকরাই বা কীভাবে এটি গ্রহণ করবেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে পরিচালককে সরাসরি না করে দিই। এরপর পরিচালক আমাকে চরিত্রটির নানা দিক ব্যাখা করেন। তারপরই মূলত চরিত্রটি করার সাহস পাই।’ সূত্র: ভারত বার্তা

- Advertisement -

তিনি আরো বলেন, ‘বেডরুম দৃশ্যে অভিনয়ের বিষয়টি আমি আমার বাবা-মাকে জানাই। তাদের বলি, যদি তোমরা রাজি হও তবে আমি সিনেমাটিতে অভিনয় করব। প্রথমে তারা কোনো উত্তর দেননি। পরে সবটুকু শুনে তারা রাজি হন। আর আমি বাবা-মায়ের সম্মতি পাওয়ার পরই কাজটি করতে রাজি হই।’

রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নগেন্দ্র বাবু, ভিরাজ অশ্বিন, সাই প্রসাদ প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles