17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সেন্টমার্টিনে ভেসে এলো তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ

সেন্টমার্টিনে ভেসে এলো তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ - the Bengali Times

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা অজ্ঞাতপরিচয় তরুণ-তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে প্রায় চার কিমি. দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্রসৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

একজনের বয়স আনুমানিক ৩৫ বছর, অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সৈয়দ জুবায়ের।

তিনি স্থানীয়দের বরাতে বলেন, শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুটি মরদেহ ভেসে আসে। তবে এখনো পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারা। মরদেহের ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles