10.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘এটা আমার শরীর, আমার পছন্দ’

‘এটা আমার শরীর, আমার পছন্দ’
পেইজ স্পির‌্যান্স ছবি সংগৃহীত

বরাবরই খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন পেইজ স্পির‌্যান্স। এ নিয়ে সাবেক মার্কিন গলফারকে বেশ সমালোচনাও শুনতে হয়। যদিও এসব সমালোচনায় খুব একটা কান দেন না তিনি। কিন্তু গলফের মাঠে তার পোশাকের ব্যাপারে ফের আলোচনা শুরু হয়েছে।

৩০ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। তার পোস্টগুলোতে বাহারি পোশাকও নজর কাড়ে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়ন।

- Advertisement -

সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এন্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকার দিয়েছেন স্পির‌্যান্স। সেখানে তিনি জানান, যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই আবেদনময়ী পোশাকে নিজেকে মেলে ধরেন।

পেইজ বলেন, ‘আমি যেভাবে ভালোবোধ করি, আমি সবসময় তেমন পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি, যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো, আমিই নির্ধারণ করি।’

তিনি আরও বলেন, ‘আপনি এখনো খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে এটি আপনার পোশাকের জন্যই হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।’

- Advertisement -

Related Articles

Latest Articles