-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

প্রণব মুখার্জির সাক্ষাতকার ও আমার “ঠিক বুঝলাম না ” ভাব

প্রণব মুখার্জির সাক্ষাতকার ও আমার "ঠিক বুঝলাম না " ভাব
প্রণব মুখার্জি

২০০০ সালে আমি BBC বাংলা সার্ভিসের জন্য একটা সিরিজ করি I শিরোনাম,” বাংলাদেশ ১৯৭১ ” I অনেক সুযোগ পাই এই কাজ করতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলার I ইন্ডিয়া যেতে পারা ছিল বড় সুযোগ I ১৯৭১ এর বহু তথ্য জানা মানুষের সাথে দেখা হয় I এর মধ্যে একজন প্রয়াত রাজনীতিবিদ প্রণব মুখার্জি I


ফ্লাইট একটু দেরি হয়ে গিয়েছিলো , তবু দিল্লি BBC অফিসে গিয়ে জানলাম প্রণব বাবু’র অফিস থেকে ৫ বার ফোন করেছে I আমি আসলেই আসবো কিনা টাইম মতো ? তাই আমি ট্যাক্সি নিয়ে দৌড় দিলাম I তিনি তখন বিরোধী দলে I যাই হোক গিয়ে বসলাম , খুচরা আলাপের পর আমি রেকর্ডার খুললাম I

- Advertisement -


টেপ রেকর্ডার খুলে প্রশ্ন করলাম I তিনি বললেন, ” আমি তো অফিসিয়াল সিক্রেসি এক্ট অনুযায়ী শপথ নিয়েছি I আমি কিছুই বলতে পারবো না I ” আমি স্রেফ বোকা বনে গেলাম I বুঝলাম না তার এতো ব্যগ্রতা ছিল কেন আমার আসা নিয়ে যদি কিছুই বলতে পারবেন না I ইন্টারভিউ গ্রান্ট করলেন কেন ? শেষে উপরি কিছু কথা বলে সারলেন I


আমি বুঝলাম না তবে আমার ধারণা তার এমন কিছু জানা ছিল না I তিনি ১৯৭১ এ ছিলেন প্রতিমন্ত্রী আর ইন্দিরা গান্ধী কাশ্মীরের বাইরে খুব কম লোকের সাথে কথা বলতেন যুদ্ধ কি করবেন সেই সব নিয়ে I
যাইহোক তিনটি ইন্টারভিউ পাই, – কে বি লাল -প্রাক্তন প্রতিরক্ষা সচিব – জেনারেল . অরোরা ও প্রতিরক্ষা বিশ্লেষক সুব্রামানিয়াম যা ছিল দারুন I কাজ এরকমই হয়, কোনটা লাগে, কোনটা লাগে না , আগে থেকে কেউ বলতে পারে না I 🙏

 

- Advertisement -

Related Articles

Latest Articles