কয়েক মাস ধরে কানাডায় ভোক্তা ব্যয় বাড়ছে। গত মাসেও এ বৃদ্ধি অব্যাহত ছিল। সূত্র জানায়, আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় গত বছরের একই সময়ের তুলনায় ভোক্তা ব্যয় ১ শতাংশ বেড়েছে। অক্টোবরে শূন্য দশমিক ৭ শতাংশের চেয়েও এই বৃদ্ধি দ্রুত ছিল। স্ট্যাটিসটিকস কানাডা পরিচালিত বিশ্লেষণে দেখা গেছে, আশ্রয় ও খাদ্যমূল্য ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পাশাপাশি প্রধান ৯ ক্যাটাগরির মধ্যে ৬ ক্যাটাগরির পণ্যের দাম বেড়েছে। আসবাবের দাম ২ দশমিক ৮ শতাংশ এবং গৃহস্থালি সরঞ্জামের দাম ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধিসহ টেকসই জিনিসগুলোয় ব্যয় বেড়েছে। আর এ দাম মহামারী-পূর্ব সময়ের চেয়েও বেশি।
স্ট্যাটিসটিকস কানাডার মতে, মহামারীর প্রথম দিকের তুলনায় এখন পরিবারের সঞ্চয় কমে গেলেও শারীরিক দূরত্বের নিয়মগুলো ঘরের বড় আইটেমগুলোর ব্যয় বাড়িয়ে তুলতে পারে।
আগস্ট থেকে একই প্রবণতা অনুসরণ করে নভেম্বরেও দেশটিতে বাসাভাড়া বেড়েছে। উচ্চ চাহিদা ও ভবনের উপকরণগুলোয় উচ্চ ব্যয়ের কারণে আবাসন মূল্য বেড়েছে। আগের মাসের তুলনায় নভেম্বরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ।