17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না: রাষ্ট্রদূত - the Bengali Times

বাংলাদেশের নির্বাচন বিষয়ে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ‘চীন দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে’ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন।’

তিনি আরও বলেন, ‘বিদেশি ঋণ পরিশোধে চীন বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয়।’

পরিকল্পনামন্ত্রী জানান, চীন পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায়। চীনা বিনিয়োগকারীদের বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles