16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘ফারিণ, আপনি সম্পর্কে আছেন এটা জানলে…’

‘ফারিণ, আপনি সম্পর্কে আছেন এটা জানলে…’ - the Bengali Times

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেন ফারিণ

নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেন ফারিণ। মুহূর্তেই অভিনেত্রীর বিয়ের খবর ও ছবি ভাইরাল হয়ে যায়। ছবির নিচে মন্তব্যের ঘরে ফারিণ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের লাইক, শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়।

দুই ঘণ্টার ব্যবধানের ছবিতে প্রায় আড়াই লাখ লাইক, ৩৭ হাজার মন্তব্য এবং সাড়ে সাত হাজার শেয়ার হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে বিয়ের খবর ও ছবি পোস্ট দেন অভিনেত্রী।

- Advertisement -

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান, যুক্তরাজ্যে লেখাপড়া করছেন। ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে আক্দ সেরেছেন তারা।

নবদম্পতির ছবির নিচে শুভেচ্ছা বার্তা দিয়ে লিখেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, মিজানুর রহমান আরিয়ান, ইমরাউল রাফাত, নঈম ইমতিয়াজ নিয়ামূল, অভিনেত্রী শাহনাজ খুশি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, শ্রাবণ্য তৌহিদা প্রমুখ।

পরিচালক ফারুকী লিখেছেন, ‘হোয়াট এ গ্রেট নিউজ। শুভকামনা ফারিণ অ্যান্ড রাফিড।’

নিশীতা মিতু নামের ফারিণের এক শুভাকাঙ্ক্ষী ভালোবাসার ইমো দিয়ে লিখেছেন, ‘ফারিণ আপনাকে কী যে মিষ্টি লাগছে! আপনার বিয়ের খবরে আমি খুশি। সুখী হোন।’

আরিফুর রহমান নামের আরেকজন লিখেছেন, ‘তোমরা প্রমাণ করে দিয়েছ যে ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস থাকলে সেই মানুষটি যে কাজই করুক না কেন, দিন শেষে সেই মানুষটির কোনো পরিবর্তন হয় না। সংসার সুখের হোক, আনন্দের হোক।’

আহম্মেদ আলবির নামের এক ভক্ত লিখেছেন, ‘বিয়ে মেনে নিয়েই আপনাকে অভিনন্দন জানালাম। ফারিণ, আপনি সম্পর্কে আছেন, এটা জানলে আপনাকে মনে মনে ডুবে ডুবে পছন্দ করতাম না।’

- Advertisement -

Related Articles

Latest Articles