0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

‘পিরিয়ড বন্ধ করতে স্বামী আমাকে প্রতিবছর গর্ভবতী করেন’

‘পিরিয়ড বন্ধ করতে স্বামী আমাকে প্রতিবছর গর্ভবতী করেন’

ছবি সংগৃহীত

‘যাতে পিরিয়ড না হয়, সেজন্য স্বামী আমাকে প্রতিবছর গর্ভবতী করেন,’—এমনই একটি ক্যাপশন দিয়ে নিজের ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও দিয়েছেন এক কানাডিয়ান নারী। ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের নাম স্নাইডার।

টিকটক ও ইনস্টাগ্রামে দেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতির দুইটি সন্তান রয়েছে। আবার ওই নারী গর্ভবতী।

- Advertisement -

ওই নারী বলেছেন যে, গর্ভাবস্থা তার পছন্দনীয়।

তার পোস্টের নিচে কমেন্ট করেছেন, ‘আমার গর্ভধারণ একেবারেই দুঃখজনক। কিন্তু পিরিয়ড হওয়ার চেয়ে প্রেগন্যান্সি ভালো।’

আরেকটি কমেন্টে তিনি জানিয়েছেন, তিনি ১০টি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন।

স্নাইডারের টিকটকে ৬ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আর ইনস্টাগ্রামে রয়েছে দেড় লাখের বেশি ফলোয়ার। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দিয়ে থাকেন ওই নারী।

প্রেগন্যান্সি নিয়ে শেয়ার করা ওই ভিডিওতে তিনি উল্লেখ করেছেন, কীভাবে তিনি ঋতুস্রাবের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে পারছেন।

ওই ভিডিওতে স্নাইডারকে নাচতে দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, ‘আমার পুরুষকে ধন্যবাদ’। ভিডিওতে তার স্বামীকে মিষ্টি খাওয়াতেও দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles