6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

চমক বললেন, তারাই তো সব না

চমক বললেন, তারাই তো সব না - the Bengali Times
রুকাইয়া জাহান চমক

প্রথমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে বিরুদ্ধে ‘দুর্ব্যবহার’র অভিযোগ তোলা হয়। যা নির্মাতা আদিফ হাসানের পক্ষ থেকে আসে। এরপর অভিনেত্রী চমকও অভিযোগ করেন সহশিল্পী আরশ খান ও নির্মাতা আদিফ হাসানের বিরুদ্ধে। তিনি সহশিল্পীর বিরুদ্ধে যৌন হয়রানি আর নির্মাতার বিরুদ্ধে হুমকির অভিযোগ আনেন। যা নিয়ে গেল ক’দিন আগে সরগরম ছিল শোবিজ পাড়া।

অবশেষে গেল ১৩ আগস্ট বিষয়টি নিয়ে সমাধানের টেবিলে বসে নাটকের তিন অভিভাবক সংগঠন- টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। সভায় চমকের আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়। কিন্তু এমন বিচারে নাখোশ নির্মাতারা। আর সে কারণে আজ সোমবার ডিরেক্টরস গিল্ড এক সংবাদ সম্মেলনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

- Advertisement -

সংগঠনের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন এই অভিনেত্রী। চমকের কথায়, ‘ডিরেক্টরস গিল্ডের এমন সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গে আছে। তারা ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে। ডিরেক্টরস গিল্ডে ক’জন? তারাই তো সব না, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করেন না। যাদের সঙ্গে কাজ করার, তাদের সঙ্গে আমি কাজ করছি, সামনেও করব।’

- Advertisement -

Related Articles

Latest Articles