2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ - the Bengali Times

ভারতের তামিলনাড়ুতে মাদুরাই রেলওয়ে স্টেশনে এক ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আজ শনিবার ভোর নাগাদ এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

- Advertisement -

দেশটির দক্ষিণাঞ্চলীয় রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেনে অবৈধভাবে উঠানো গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত। তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে।

মাদুরাই ডিস্ট্রিক কালেক্টর এমএস সঙ্গীতা ১০ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আগুন নেভাতে পুলিশ, দমকল কর্মী ও উদ্ধার অভিযানের কর্মীরা কাজ করেছেন। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।

গত ১৭ আগস্ট থেকে প্রাইভেট কোচের যাত্রা শুরু হয়। এটি আগামীকাল রোববার চেন্নাইতে পৌঁছানোর কথা ছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। এ গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

নিহতের প্রত্যক পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার কথা জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles