9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে যা বললেন মৌসুমী

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে যা বললেন মৌসুমী - the Bengali Times

প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি। এমনকি গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া কোনো ছবি নিয়েও তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অবশেষে সাম্প্রতিক কালের আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন।

- Advertisement -

তিনি ঈদের ছবি ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও সম্প্রতি মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ ছবি তিনটির প্রশংসা করেছেন। মৌসুমী গণমাধ্যমে বলেছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি।

অভিনেত্রী বলেন, শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গ’র কথা যদি বলি তাহলে বলব, রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো, তমা খুব ভালো অভিনয় করেছে।

হৃদির সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেইসব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকেরই অনুপ্রাণিত করা উচিত নির্মাতাদের, শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles