8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অভিনন্দন সুব্রত কুমার দাস!

অভিনন্দন সুব্রত কুমার দাস! - the Bengali Times
সাহিত্যে বিশেষ অবদানের জন্যে বিশিষ্ট গবেষক লেখক এনআরবি টিভির জনপ্রিয় উপস্থাপক সুব্রত কুমার দাসকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়

ব্রামটনের মেরিয়ট হোটেলে কানাডিয়ান সাউথ এশিয়ান লিটারেরি ফেস্টিভ্যালের গালা নাইট ও এ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হলো আজ। আগামীকাল কানাডায় বসবাসরত সাতটি দেশের লেখকরা অংশ নেবেন এই আয়োজনে। সাহিত্যে বিশেষ অবদানের জন্যে বিশিষ্ট গবেষক, লেখক, এনআরবি টিভির জনপ্রিয় উপস্থাপক সুব্রত কুমার দাসকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যান্য দেশের আরো ৭ জন কবি-লেখককে এই সম্মাননা প্রদান করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles