1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

ঐশ্বরিয়ার কন্যার ব্যাগটির মূল্য কত?

ঐশ্বরিয়ার কন্যার ব্যাগটির মূল্য কত? - the Bengali Times
তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান এখনো অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন। এর মধ্যে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের কন্যা আরাধ্য অন্যতম।

আরাধ্য অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা। জন্মের পর থেকেই আলোচনায় তিনি। তা ছাড়া বচ্চন পরিবারের সবচেয়ে ছোট সদস্য আরাধ্য। বিলাসবহুল পোশাক যেমন পরে থাকে, তেমনি ব্যয়বহুল জিনিস ব্যবহার করতেও দেখা যায় তাকে।

- Advertisement -

কান চলচ্চিত্র উৎসবে মা-বাবার সঙ্গে হাজির হয়েছিল আরাধ্য। এসময় তার কাঁধে একটি ব্যাগ দেখা যায়। দেরিতে হলেও হলুদ রঙের এই গুচি ব্যাগপ্যাকটি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ ব্যাগটির মূল্য।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, আরাধ্যর এ ব্যাগের মূল্য ১৬৫২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮০ হাজার টাকার বেশি।

২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা। এই ক্ষুদে তারকার বয়স এখন প্রায় ১২ বছর।

- Advertisement -

Related Articles

Latest Articles