
নারীদের নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পুরুষ সঙ্গী এবং সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, নারীরা মাতাল না হলে ধর্ষণ এড়াতে পারবেন।
গিয়ামব্রুনো বলেছেন, ‘আপনি যদি নাচতে যান তবে আপনি মাতাল হওয়ার সম্পূর্ণ অধিকারী … কিন্তু আপনি যদি মাতাল হওয়া এবং চেতনা হারানো এড়ান, সম্ভবত আপনি সমস্যায় পড়া এড়াতে পারবেন, কারণ তখন আপনি নেকড়েটিকে খুঁজে পাবেন।’
নেপলসের কাছে এবং পালের্মোতে সাম্প্রতিকগণধর্ষণ মামলার পরে ডানপন্থি চ্যানেল রিটি ফোরের টকশোতে তিনি এ কথা বলেছেন।
টকশোতে ডানপন্থি লিবেরো পত্রিকার সম্পাদক পিয়েত্রো সেনাল্ডির সঙ্গে একমত হয়ে গিয়ামব্রুনো বলেছিলেন, ‘যদি আপনি ধর্ষণ এড়াতে চান তবে সবার আগে চেতনা হারাবেন না, আপনার মস্তিস্ক সচল রাখুন।’
মেলোনির সাথে সাত বছর বয়সী কন্যা সন্তান রয়েছে গিয়ামব্রুনোর। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো।
মধ্য-বাম দল ডেমোক্রেটিক পার্টির (পিডি) সিনেটর সিসিলিয়া ডি’এলিয়া প্রধানমন্ত্রী মেলোনিকে তার সঙ্গীর মন্তব্য থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন।
বিরোধী দল ফাইভ স্টার মুভমেন্ট পার্টি একটি বিবৃতিতে বলেছে , ‘গিয়ামব্রুনোর কথাগুলি অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক এবং ‘এগুলি একটি পুরুষশাসিত এবং বিপরীতমুখী সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।’