7.6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ডেঙ্গুতে তরুণ অভিনেত্রীর মৃত্যু, দেওয়া হলো না এইচএসসির বাকি পরীক্ষা

ডেঙ্গুতে তরুণ অভিনেত্রীর মৃত্যু, দেওয়া হলো না এইচএসসির বাকি পরীক্ষা
অভিনেত্রী নিশাত

ডেঙ্গু আক্রান্ত হয়ে না মারা গেছেন এইচএসসি পরীক্ষার্থী নিশাত আরা আলভিদা। বৃহস্পতিবার তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন ১৯ বছরের নিশাত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। অবশ্য এক দিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল আটটায় নিশাত বাসাতেই মারা যান।

- Advertisement -

গতকালই নিশাতের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোর হাফ রাস্তা এলাকায় তারা থাকতেন। সেখানেই একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিশাতের বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। থাকতেন মায়ের সঙ্গে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন নিশাত। সর্বশেষ সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে। এরপর আর কোনো পরীক্ষা দিতে পারল না।

- Advertisement -

Related Articles

Latest Articles