
দেশীয় তারকা হলেও দেশের সিনেমার চেয়ে নুসরাত ফারিয়াকে বেশি দেখা যায় কলকাতার সিনেমায়। নায়িকার মতে, ঢালিউডের চেয়ে টলিউডের নির্মাতারা তাকে নিয়ে ভাবেন বেশী!
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গুলশানে একটি বিউটি সেলুন উদ্বোধনকালে ফারিয়া মুখোমুখি হন সংবাদকর্মীদের। সেখানে তিনি ক্যারিয়ার নিয়ে কথা বলার এক পর্যায়ে জানান, চলতি বছরটা তার ক্যারিয়ারে বিশেষ! কারণ এ বছর তিনি পরিকল্পনা মাফিক কাজ করতে পেরেছেন।
এসময় কিছুটা আফসোস করে ফারিয়া বলেন, পশ্চিমবঙ্গের সবাই আমাকে নিয়ে অনেক এক্সপ্লোর করতে পছন্দ করেন। কিন্তু দুঃখজনকভাবে আমার দেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবে একটু কম। তারা মনে করে, আচ্ছা, শি ইজ ভেরি বিউটিফুল, তাকে মনে হয় ভাঙা যাবে না! আমার মনে হয় নূর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছে ‘পাতালঘর’ এর মাধ্যমে। এই সিনেমার জন্য যে ভালোবাসা পেয়েছি, যে রেসপন্স পেয়েছি সেটা আসলেই আমার জন্য নতুন।
ফারিয়া জানান, আগামী অক্টোবরে কলকাতার নির্মাতা বাবা যাদবের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যে সিনেমার শুটিং হবে বোদাপেস্টে। সেই সিনেমাতেও তার চরিত্রটি যেভাবে ভাবা হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং।