7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ধানমন্ডি লেকে তরুণ-তরুণীর মদ্যপানে মাতলামি

ধানমন্ডি লেকে তরুণ-তরুণীর মদ্যপানে মাতলামি
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে মদ্যপান করে মাতলামি করার অভিযোগে চার তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক।

- Advertisement -

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই তরুণ কুমার অধিকারী জানান, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের লেকপাড়ে নিলয় (২৩), সায়েম (১৯), জুই (২২) ও মিমু (১৮) নামে তরুণ-তরুণী মদ্যপান করে মাতলামিসহ লাফালাফি ও হইচই শুরু করলে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। পরে তারা এ নেশাগ্রস্তদের আমাদের হাতে সোপর্দ করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান।

তিনি আরও বলেন, নেশাগ্রস্থ থাকায় তাদের নাম ছাড়া বিস্তারিত জানা সম্ভব হয়নি। সম্পূর্ণ সুস্থ হলে তাদের পরিচয়সহ বিস্তারিত জানা যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles