5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৭ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৭ ঘণ্টা পর উদ্ধার - the Bengali Times
দ্বীপিতা চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে সাত ঘণ্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ তথ্য আমাদের সময়কে নিশ্চিত করেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু। তিনি বলেন, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নাল ছড়া এলাকা থেকে উদ্ধার করা হয় দ্বীপিতা চাকমাকে। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে পৌঁছে দেওয়া হয়।

- Advertisement -

এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা অপহরণের শিকার হন। দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে।

জানা যায়, কয়েকজন বাঙালি বন্ধুকে নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন দ্বীপিতা। এ সময় অতর্কিত তাদের গাড়ি আটকিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযানে নামে বলে জানান রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মো. আবু তৌহিদ।

- Advertisement -

Related Articles

Latest Articles