8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মনের মতো প্রেমিক পেতে বিজ্ঞপ্তি তরুণীর

মনের মতো প্রেমিক পেতে বিজ্ঞপ্তি তরুণীর - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেমিক চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ডাচ তরুণী ভেরা ডেকম্যানস। তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে। অসংখ্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেই প্রেমিক হতে পারবেন। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, আগে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি ২৩ বছর বয়সী ভেরা ডেকম্যানস। এবার তিনি প্রেম করতে চান। মনের মতো প্রেমিক পেতে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। যিনি তার প্রেমিক হতে চান, তাকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। ইতিমধ্যে তিন হাজারের বেশি প্রার্থী আবেদন ফরম পূরণ করে পাঠিয়েছেন।

- Advertisement -

ডেকম্যানস টিকটকে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি প্রেমিক হতে আগ্রহী ব্যক্তিদের জন্য নির্ধারিত আবেদন ফরমটি দেখিয়েছেন। সেখানে তিনি প্রার্থীদের কাছে তাদের কাজ ও প্রেমের সম্পর্কের ইতিহাস নিয়ে একগাদা প্রশ্ন রেখেছেন।

ডেকম্যানস বর্তমানে লন্ডনে থাকেন। তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করে, আমি প্রেমিক নির্বাচনের জন্য আবেদন চেয়েছি—এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সামগ্রিকভাবে অনেক প্রার্থীই এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘২০২৩ সালে ডেটিং করাটা কঠিন। তাই আমি এখন জানতে চাই, কে ভালো প্রেমিক হতে পারে বা আমার জন্য উপযুক্ত প্রেমিক হতে পারে। আমার কাছে যত আবেদন জমা পড়েছে, তা গণনা করা কঠিন। তবে এতটুকু বলতে পারি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমার কাছে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles