
মনস্টার ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের আদেশ জারি করেছে কানাডিয়ান খাদ্য পরিদর্শন সংস্থা। ক্যাফেইনযুক্ত এবং ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় লেবেলিং নেই এমন সব এনার্জি ড্রিংকস এই আদেশের আওতায় পড়বে।
সংস্থাটি বলছে, ক্যাফেইনের মাত্রা এবং লেবেলিং সংক্রান্ত মানদ- পূরণ না হওয়ায় এগুলো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রত্যাহারকৃত পণ্য ব্যবহার, সরবরাহ ও বিতরণ না করতে কানাডিয়ানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কেউ এসব পণ্য কিনে থাকলে সেগুলো ফেলে দেওয়া বা ফেরত দেওয়া উচিত।
তবে এই পণ্য পানের কারণে অসুস্থ্যতার কোনো ঘটনা ঘটেনি।