6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে বার্সেলোনা!

স্টেডিয়ামের ঘাস বিক্রি করছে বার্সেলোনা!

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের ঘাস বিক্রি করছে বার্সেলোনা। এজন্য স্টেডিয়ামের বাইরে দোকানও সাজিয়েছে কাতালান জায়ান্টরা।

- Advertisement -

ক্যাম্প ন্যুয়ের আধুনিকায়নের কাজ চলছে। এ কারণে পুরনো স্থাপনার অনেক অংশ ভেঙে ফেলা হচ্ছে। তবে টার্ফ স্থানান্তর করা সম্ভব নয়। তাই স্যুভেনিয়র হিসেবে মাঠের ঘাস সমর্থকদের কাছে বিক্রি করে দিচ্ছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফুটবল-এসপানা’ এমনটাই জানিয়েছে।

আগ্রহী ক্রেতাদের হাতে যেন ক্যাম্প ন্যুয়ের আসল ঘাস পৌঁছানো হয়, সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছোট আকৃতির স্যুভেনিয়রের দাম রাখা হচ্ছে ২০ থেকে ৫০ ইউরো পর্যন্ত। আর অনলাইনে বড় আকৃতির টুকরো কেনা যাচ্ছে ৮০ থেকে ৪২০ ইউরোয়।

তবে বার্সাই প্রথম নয়, এর আগে একইভাবে স্টেডিয়ামের ঘাস বিক্রি করেছে আতলেতিক বিলবাও এবং আতলেতিকো মাদ্রিদ।

- Advertisement -

Related Articles

Latest Articles