1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

বিপর্যস্ত মরক্কো, নিহত ছাড়াল ২ হাজার

বিপর্যস্ত মরক্কো, নিহত ছাড়াল ২ হাজার - the Bengali Times
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে

মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২০১২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ২০৫৯ জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মারাক্কেশ শহর ছাড়াও দক্ষিণের কিছু শহরে বেশি মানুষ মারা গেছে। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় এখনো অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর আফটারশক হতে পারে-এমন আতঙ্কে দেশটির নারী, পুরুষ ও শিশুরা রাস্তায় অবস্থান করছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটা

- Advertisement -

Related Articles

Latest Articles