17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘মনের মানুষকে খুব যত্ন করে রাখতে হয়’

‘মনের মানুষকে খুব যত্ন করে রাখতে হয়’ - the Bengali Times
পরীমণি

গ্ল্যামার কন্যা পরীমণি অভিনীত সিনেমার বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কিন্তু পরীমণির কাছে কোন গান পছন্দ তা হয়তো অনেকেরই অজানা।

রোববার (১০ সেপ্টেম্বর) পরীমণি তার ফেসবুক ওয়ালে একটি রিল শেয়ার করে লিখেছেন ‘প্রিয় গানের একটি’। রিলের টাইটেলে লিখেছেন ‘মনের মানুষকে খুব যত্ন করে রাখতে হয়’।

- Advertisement -

‘রক্ত’ সিনেমার ‘জানতে যদি চাও কতটা তোমার’ শিরোনামের গানটি পরীর বেশ পছন্দের। গানটিতে পরীর সঙ্গে জুটি হিসেবে দেখা গেছে চিত্রনায়ক জিয়াউল রোশানকে। ২০১৬ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এই সিনেমার আইএমডিবি রেটিং ছিল ১০ এর মধ্যে ৪.৫। দর্শক মনে সিনেমাটি বেশি একটা জয়গা করতে না পারলেও পরীমণি পছন্দের গানের তালিকায় রেখেছেন এর গানটিকে। এদিকে একই সিনেমায় পরীমণির ‘ডানাকাটা পরী’ গানটি বহুল আলোচিত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles